বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩৭ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শনিবার রাতে র্যাব-৩ এর একটি দল শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) বশির আহমেদ।
এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সেডেটিভ স্প্রে জব্দ করার কথাও জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চক্রের সদস্যরা বলেছে তারা রাজধানীর বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাত্রীদের মুখের ওপর অজ্ঞান করার ওষুধ ছিটিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে থাকে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।