শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে বিশ্ব বসতি দিবস পালন

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস পালন

এস এম শফিকুল ইসলাম: “বৈষম্য হ্রাসের অঙ্গিকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর আগে গণপূর্ত অফিসের সামনে থেকে এক র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালের সামনে এসে শেষ হয়।

বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথ ভাবে আলোচনা সভার আয়োজন করে। জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হেসেন, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার ডাঃ রাশেদ মোবারক জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক ই এম মাসুদ রেজা ও সাংবাদিক মাশরেকুল আলম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেনী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments