বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাতীব্র ভাঙ্গনে রাজীবপুরে বসতবাড়ি বিলীন আশঙ্কায় আরও ৫০ পরিবার

তীব্র ভাঙ্গনে রাজীবপুরে বসতবাড়ি বিলীন আশঙ্কায় আরও ৫০ পরিবার

পাভেল মিয়া: গত এক সপ্তাহে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে আগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ। সপ্তাহের ব্যবধানে অন্তত ৩০টি বহত বাড়ি সহ ১০ একর আবাদী কৃষি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হুমকিতে রয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ অর্ধশত বসতবাড়ী।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কেউ কেউ অন্যের বাড়ীর আঙ্গিনায়, রাস্তার ধারে, আবার কেউ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তারা পায়নি সরকারি বা বেসরকারি কোন সাহায্য সহযোগিতা। চরম হতাশা দেখা দিয়েছে নদীর তীরে বসবাসরত মানুষের মাঝে।

শুক্রবার(৩০ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ঢাকাইয়া পাড়া গ্রাম , ইউনুছ আলী, জরিনা বেওয়া, ববিতা বেগম, কেশমত আলী, আলী হোসেন, ময়নাল হক, আনোয়ার হোসেন, খয়রুদ্দিন, আলেব খাঁ, আবুশামা মাষ্টার, ইসহাক আলী, জব্বার আলী, জামাল উদ্দিন, শুক্কুর আলী, রফিকুল ইসলাম, কামাল হোসেন, জনাব আলী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, খুশি আলম, গোলাম হোসেন, জামাল হোসেন, ছালাম, কালামসহ অন্তত ৩০টি পরিবারের বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।

ভাঙ্গনের তীব্রতায় আরও অর্ধশত পরিবার হতাশায় দিন গুনছে। এ ব্যাপারে ভিটে মাটি হাড়ানো ভূক্তভোগীরা সরকারীভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি দিয়ে তাদের রক্ষার দাবীও জানিয়েছেন।

নদী ভাঙ্গনের শিকার স্থানীয় জামাল হোসেন, আনোয়ার হোসেন, জরিনা বেওয়া জানান, বাড়ির ভিটা ছাড়া তাদের আর কোন জায়গা-জমি নেই। তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। সরকার যেন তাদের থাকার জায়গা করে দেয়, সহযোগিতার হাত বাড়ায়, তাদের মত আর কেউ যেন নদী ভাঙ্গনের কবলে নিঃস্ব না হয় এমনটাই দাবী তাদের।

চরনেওয়াজী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “আমার বিদ্যালয়টি নদী ভাঙ্গনের হুমকির মুখে। নদী থেকে বিদ্যালয়ের দুরত্ব মাত্র ১৫ মিটার। দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে দু’এক দিনের মধ্যে বিদ্যালয়টি নদী গর্ভে চলে যাবে। নদী শাসনের কাজ চলছে, কিন্তু অব্যবস্থাপনার কারণে রাজীবপুর ও মোহনগঞ্জ এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও আমাদের ঢাকাইয়া পাড়ায় তা ফেলা হয় নাই। যে কারণে এ জায়গাতে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। কাজেই সরকারের প্রতি দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।”

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ববিতা বেগম (৪৫) নামের এক গৃহীনি কাঁন্না জড়িত কণ্ঠে বলেন, “বাপরে নদী আংগোর সব কাইরা নিছে”(নদী আমাদের সব কেড়ে নিয়েছে)। এতিম দুইডা বাচ্চা নিয়া কোন জাগায় থাকমু, থাকার জাগা নাই, খাবার নাই। এলাকায় আশ্রয় কেন্দ্র নাই। আংগোর(আমাদের) ডাংধরা ইউনিয়নের কেউ আইসে না, আংগোর(আমাদের) কেউ দেহে(দেখে) না। এমপি, মন্ত্রী, মেম্বার-চেয়ারম্যান কেউই আইসে না, দেহেও না। আংগোর (আমাদের) বাঁচান।”

এ বিষয়ে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, “নদী ভাঙ্গনে আমার ইউনিনের দুই-তৃতীয়াংশ বিলীন হয়েছে আগেই। এ বছর নদী শাসনের কাজ চলমান রয়েছে। ঢাকাইয়া পাড়া আরএফএল কোম্পানীর স্থান থেকে রাজীবপুর করাতি পাড়া পর্যন্ত কাজ হয় নাই। সঠিক নজরদারী না থাকায় ধীর গতিতে কাজ চলছে। তাই ওই এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ঢাকাইয়া পাড়া জামালপুর এরিয়ার মধ্যে, আমার রাজীবপুর এরিয়ায় না। তারপরও নদী গর্ভে বিলীন হওয়া পরিবার গুলোকে সহযোগিতার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত তাদের সহযোগিতা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments