শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় গ্রামীণ সড়ক কেটে দখলের অভিযোগ

কলাপাড়ায় গ্রামীণ সড়ক কেটে দখলের অভিযোগ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় মানুষ চলাচলের গ্রামীণ সড়ক কেটে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই সড়ক দিয়ে ছোটবড় যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে দুই গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মোস্তফাপুর গ্রামের উপশীতলা খালের পাশে গত তিন দিন ধরে রাস্তাটি কেটে জমি দখল করছেন ওই গ্রামের নুরুন্নবী হাওলাদার। সরেজমিনে দেখা গেছে, ওই মাটির সড়ক লাগোয়া কৃষি জমির মালিক নুরুন্নবী তার লোকজন দিয়ে প্রায় ৮ ফুট প্রস্থের সড়কটি সিংহভাগ কেটে নিয়ে সড়ল জমিতে পরিনত করে গাছ রোপণ করছেন। এতে সড়কের প্রস্থ কমে যাওয়ায় মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুই গ্রামের মানুষের চলাচলে বিকল্প পথ না থাকায় গ্রামীণ এ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ বছর আগে সড়কটি নির্মাণ করা হয়। এবং গ্রামবাসী দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। কিন্তু রাস্তার মাটি কাটার ফলে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে। এছাড়া অটোরিকশা ও হোন্ডাযোগে বাজারে যাওয়া যায়না। এমনকি অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাচ্ছে না। এছাড়া ওই রাস্তা ব্যতিত উপশীতলা গ্রামে যেতে বিকল্প কোন রাস্তাও নেই। তাই রাস্তাটি জরুরি দখল মুক্ত করার দাবী জানান ভুক্তভোগীরা।

স্থানীয় হোন্ডা চালক সাইদুল ইসলাম নয়ন ও মহিম ফরাজির অভিযোগ, ওই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় যাত্রি নিয়ে যাতায়াত করি। রাস্তাটি কাটার ফলে এখন আর চলাচল করতে পারছিনা। আমাদের আয় রোজগার কমে গেছে। উমেদপুর ইসলামীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক জানায়, বাড়ি থেকে এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এবিষয়ে নুরুন্নবী হাওলাদার জানান, রাস্তাটি আমার রেকর্ডীও জমির উপর দিয়ে গেছে। রাস্তাটি মাঝখান দিয়ে এক পাশ কাটছি, অন্যপাশ কেটে সমান করা হইবে। কিন্তু এলাকার মানুষজন আমারে না কইয়া সাংবাদিক কইছে। এদিকে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার ভাষ্য, চেয়ারম্যানকে না বলে সাংবাদিকদের জানাইছে। আপনানারা ইনকোয়ারি করেন।

তবে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, জনচলাচলের রাস্তা কোন ভাবেই কাটতে পারেনা। বিষয়টি খোঁজ নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments