বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে স্কুলের টিনশেড ভেঙ্গে নিহত ১, আহত...

ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে স্কুলের টিনশেড ভেঙ্গে নিহত ১, আহত ১০

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে স্কুল ঘরের টিনশেট ভেঙে খোরশেদ আলম (২২) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত যুবক- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামপুর রাণীপুকুর গ্রামের খলিল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যান সমিতির ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শক্রবার বিকেলে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার আয়োজন করেন রাধানগর খেলোয়াড় কল্যান সমিতি। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় থাকায় স্টেডিয়ামের পাশে সমিরণ নেছা প্রাইমারী স্কুলের একটি পরিত্যক্ত টিনশেটের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন প্রায় শতাধিক দর্শক।

খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই হঠাৎ করেই টিনশেট ভেঙে পড়ে। এসময় স্থানী ব্যক্তি ও পাঁচবিবি ফায়ার ষ্টেশনে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যায় গুরুত্বর আহত ৪জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে খোরশেদের মৃত্যু হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments