স্বপন কুমার কুন্ডু: বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে রেল পুলিশের ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সবর্ত্র’ বিষয়কে প্রতিপাদ্য করে শনিবার (২৯ অক্টোবর) সকালে ঈশ্বরদী জংসন স্টেশনে পাকশী রেলওয়ে জেলার আয়োজনে দিবসটি পালন করা হয়।
পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর র্যালী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার শাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন ঈশ্বরদী রেলওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি আসাদুর রহমান বীরু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ ও কমিউনিটি পুলিশের সভাপতি আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সান্তাহার রেলপুলিশের অফিসার্স ইনচার্জ মোক্তার হোসেন। সঞ্চালনা করেন সহকারি পুলিশ সুপার ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।