শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বাংলাদেশ প্রতিবেদক: জয়পুরহাটে জমাজমি সংক্রান্ত জের ধরে গৃহবধু হাছিনা হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেওয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আঃ ছালামের ছেলে দুলাল হোসেন ও তার ভাই আওলাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সাথে আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারপিট করে আসামীরা। পরে সে রাতে গৃহবধু হাছিনা রাতের খাওয়া শেষে তার ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আসামীরা হাছিনার স্বয়নকক্ষে ঢুকে হাছিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ৩ অক্টোবর গৃহবধুর শশুর ক্ষেতলাল থানায় মামলা দায়ের করলে ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে দুইজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments