শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ কর্মশালা

ঈশ্বরদীতে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ কর্মশালা

স্বপন কুমার কুন্ডু: ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাতদিন ২৪ ঘন্টা (সার্বণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস এর ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস পরিচালক ডঃ মাহমুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, পরিবার পরিকল্পনার রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পাবনার সিভিল সার্জন মনিসার চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি।

সভাপতিত্ব করেন পাবনার উপপরিচালক এরশাদ আহমেদ নোমানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিএইচ এর উপপরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম প্রধান। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার ডা: আব্দুল বাতেন। সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা হাসপাতালের গাইনি কনসালটেন্স ডা: সাবেরা সুলতানা বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোসতাক আহমেদ কিরণ, ছলিমপুরের চেয়ারম্যান আব্দুল মাজিদ বাবলু মালিথা, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments