শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জয়নাল আবেদীন: “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন ”এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে নানান আয়োজনে গতকাল সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে । রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে সকাল ৯টায় রাধাবল্ভস্থ সমিতি চত্তরে বিনা পয়সায় রক্তপরীক্ষা ক্যাম্প উদ্ধোধন করা হয় । সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সমিতি চত্তরে ফিরে আসে । এরপর সমিতি ভবনের ৪তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সমিতির পরিচালনা পরিষদেও সদস্য শামীম তালুকদারের সঞ্চালনায় সুচনা বক্তব্য প্রদান করেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুর বাবু । ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ড, মুহম্মদ রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইব্রাহীম খান ।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোযুল ইসলাম । অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মূখ্য আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ্এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান। এসময় রোগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর লাইক আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন প্রফেসর ডা: হামিদুল হক খন্দকার প্রফেসর ডা: নওয়াজেশ ফরিদ পাশা, সমিতির কোষাধ্যক্ষ আবুল কাশেম ।

এদিকে বিশ^ ডায়াবেটিক দিবস উপলক্ষে সোমবারের অনুষ্ঠানে রংপুর ডায়াবেটিক সমিতির হাসপাতালের নির্মাণ কাজে রংপুরের মহুবর রহমান পার্টিকেল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানুল হক টুনু মায়া ২৫লাখ টাকা জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেডের পক্ষে বিভাগীয় ব্যাবস্থাপক বাবুল আকতার ৩ লাখ এবং বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক মাহীগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক ড, নাসিমা আকতার ৫০ হাজার টাকার চেক তুলে দেন বিদায়ী সভাপতি ড, মুহম্মদ রেজাউল হক এবং নবনির্বাচিত সভাপতি প্রফেসর ডা: হামিদুল হক খন্দকারের হাতে ।

দিবস উপলক্ষে র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা ,নগরীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির আজীবন সদস্য প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments