জয়নাল আবেদীন: রংপুর নগরীতে দুটি খাওয়ার হোটেলসহ ১২টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার রাত পৌনে বারোটার দিকে মহানগরীর মডার্ন মোড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার রাত পৌনে বারোটায় মডার্ন মোড়ের শাহীন হোটেলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে যায় আজাদ হোটেলসহ আশেপাশের বিভিন্ন ধরনের ১২টি দোকানে । আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এসময় ফায়ার সার্ভিসের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা -কর্মীদের আগুন নেভাতে সহযোগিতা করতে দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Previous articleউল্লাপাড়ায় ধুমছে হচ্ছে সরিষার আবাদ, সরকারী লক্ষ্যমাত্রা ১৭৫০ হেক্টরের বেশী
Next articleবীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে মীর ইকবালকে সংবর্ধনা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।