বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার জেলা কার্যালয়।

ভুয়া চিকিৎসকের নাম রতন সূত্রধর (৩৪) সে উপজেলার কানকিরহাট বাজার এলাকার রসরাজ সূত্রধরের ছেলে ।

নোয়াখালী ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসক রতন সূত্রধরের চেম্বারে অভিযান চালানো হয়। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে ভিজিট নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে ঠকিয়ে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Previous articleকুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
Next articleপাবনায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে উপজেলা পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক সভা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।