পাভেল মিয়া: কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ কুড়িগ্রাম উদ্বোধন হলো ভূমি জাদুঘর। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কুড়িগ্রাম পৌর ভূমি অফিস চত্ত্বরে অবস্থিত প্রাচীন সভ্যতার পুরাতন ভবনটিকে ভূমি জাদুঘর হিসেবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোঃ আল আসাদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান সহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

ভূমি জাদুঘর উদ্বোধনকালে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনা অনেক প্রাচীন যুগের।

এই জাদুঘরে আসলে নতুন প্রজন্ম প্রাচীন যুগের ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল যুগের ভূমিকা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। আমি আশা করি এই ভূমি জাদুঘর কুড়িগ্রামের ঐতিহ্য ধারণ করবে যুগের পর যুগ।

Previous articleবগুড়ায় পরিত্যক্ত ডোবা থেকে ৩টি মাথার খুলিসহ হাড় উদ্ধার
Next articleচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি চালকের মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।