বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ায় পরিত্যক্ত একটি ডোবা থেকে মাথার খুলিসহ হাড় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিক করেন বগুড়া সদর থানার এসআই রুম্মান হাসান। এর আগের দিন বুধবার সদর উপজেলার বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে এ সব উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবকিছু ২০ থেকে ২৫ বছর আগের পুরাতন বলে জানিয়ে এসআই হাসান বলেন, প্লাস্টিক ও পুরাতন সামগ্রী সংগ্রহকারীরা (টোকাই) বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবায় সংগ্রহ করতে যায়। এমন সময় তারা একটি প্লাস্টিকের বস্তা খুঁজে পায়। তারা সেই বস্তা খুলে তিনটি মাথার খুলিসহ হাড় দেখতে পেয়ে তা রেখে ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।

এমন খবরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, কারা এসব মানুষ হত্যার পর লাশ গুম করেছিল তা তদন্ত করা উচিত।

Previous articleজয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
Next articleকুড়িগ্রামে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে ভূমি জাদুঘর উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।