আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজু মিয়া (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনি ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ধামশ্রেনি ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত মহাফেজ আলীর পুত্র নাজু মিয়া চার্জে দেয়া অটোরিকশার চার্জিং সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মৌমিতা সাহা তাকে মৃত্যু ঘোষনা করেন।

উরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।”

Previous articleঅর্ধেক মজুরিতে নারী শ্রমিক, আমন ধান কাটতে ব্যস্ত সময় পার
Next articleমিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।