শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাজ্জাদ ও সম্পাদক হিরু...

রংপুরে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাজ্জাদ ও সম্পাদক হিরু নির্বাচিত

জয়নাল আবেদীন: রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান হিরু। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে বৃহস্পতিবার সকল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বমোট ১৭টি পদে মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্টিত হয়। ৮টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। সর্বমোট ৮শ৯৫জন ভোটারের মধ্যে ৮শ৪৭টি ভোট প্রয়োগ করেন ইউনিয়নের ভোটাররা। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জাহেরুল ইসলাম শুক্রবার জানান সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন তার প্রাপ্ত ভোট ৪শ৯৫টি, সিনিয়ার সহ-সভাপতি আতোয়ার রহমান ৪শ২১, সহ- সভাপতি আজিজুল ইসলাম পেয়েছেন ৩শ০১, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু পেয়েছেন ৪শ৩২, যূগ্ম সম্পাদক আতোয়ার হোসেন ৪শ৫৯, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুরাদ ৪শ৩০, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ৩শ৮৭, প্রচার সম্পাদক হাফিজুর রহমান ৪শ০৯, ক্রীড়া সম্পাদক শামছুজ্জামান ৪শ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন-সহ- সম্পাদক রেজাউল ইসলাম রেজা, অর্থ সম্পাদক রাহাত হোসেন রনি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুন্না, কার্যকরী সদস্য শাহীন, আজিজুল, হারুন-অর-রশিদ ও তানভীর হোসেন।

নির্বাচন চলাকালিন সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর বিভাগীয় ও জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত নির্বাচন সার্বিকভাবে তদারকি করেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments