প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সাবেক সভাপতি কৃষিবীদ আজমল হোসেন,ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সহঃ সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম (জজ), সদস্য প্রদীপ অধিকারী, সাখোয়াৎ হোসেন, নির্মল রায়, সজল কুমার দাস, সহ আরো অনেকে।

সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন,ও প্রবীণ সাংবাদিক সুজন হাজারী অসুস্থ্য থাকায় তাদের সুস্থতা কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য যে, সাধারণ সভায় ক্লাবের বর্তমান কমিটির দেয়াদ উত্তীর্ণ হওয়াই উক্ত কমিটিকে আগামী ২০২৩ সাল পর্যন্ত ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Previous articleদেশের সার্বিক অগ্রগতির জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
Next articleকলাপাড়ায় ৫০টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।