মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, মৌলভীবাজার পৌর স্চ্ছোসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শাফিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ এর নিঃশর্ত মুক্তির দাবীতে কুলাউড়া উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ নভেম্বর ২০২২ইং সন্ধ্যায় কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ টিপু এর সভাপতিত্বে ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুমিনুর রহমান অনিক এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজিবুর রহমান পবলু, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার প্রমূখ।

বিক্ষোভ মিছিলে কুলাউড়া উপজেলা, পৌর, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৩ নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) গ্রুপ এর নেতাকর্মীগণ আগামী ১৯ শে নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ ৪ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
নেতাকর্মীরা অবিলম্বে গ্রেফতারকৃত দের মুক্তির দাবি করেন।

Previous articleইবি থানা স্থানান্তরের অনুমোদন, নাম হবে ‘ঝাউদিয়া’
Next articleচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১৯ বোতল ফেনসিডিলসহ আটক ১
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।