শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জে ১২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সুনামগঞ্জে ১২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

আহম্মদ কবির: সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি’র উদ্যোগে বিভিন্ন বিওপি কর্তৃক পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার( ৪ডিসেম্বর)সকাল ১০টায়,বিজিবি প্রশিক্ষণ মাঠে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮বিজিবি’র আয়োজনে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের এম,পি এম,এ মান্নান,সুনামগঞ্জ -আসনের এম,পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,ব্রিগেডিয়ার জেনালের মোহাম্মদ শহীদুল ইসলাম,ব্রিগেডিয়ার জেনালের মোহাম্মদ শহীদুল ইসলাম,অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জি,এইচ এম সেলিম হাসান,জেলস প্রশাসক জাহাঙ্গীর হোসেন,বিজিবিএম পিএসসি জি,উপমহাপরিচালক সেক্টর কমান্ডার লেঃ কর্নেল মাহবুবুর রহমান,পুলিশ সুপার এহসান শাহ,প্রমুখ, এছাড়াও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,শুল্ক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক গত ২২ জানুয়ারি ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ভারতীয় বিভিন্ন প্রকার মদ ৪৫,৬৮১ বোতল, বিয়ার ১,৭৩৭ বোতল,গাঁজা ৪৪৪,৮ কেজি,বিভিন্ন প্রকার বিড়ি ৪,৬৬,৬৩৪ প্যাকেট,ইয়াবা ট্যাবলেট ১৪১৫ পিস,তামাক পাতা ৩২,৫ কেজি।মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আটক করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য (১২কোটি) টাকা। উক্ত মাদকদ্রব্য অদ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments