বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সুপারিশ মূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আলম, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, প্রেস ক্লাব সভাপতি বিমল কুন্ডু, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জান্নাতুল ফেরদৌসী লাভলী, সাংস্কৃতিক সংগঠক বায়েজিদ হোসেন, রফিকুল ইসলাম রঞ্জু, কোরবান আলি লাভলু, মেসবাহ রানা প্রমুখ। সভায় সরকারি কর্মকতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Previous articleগোলাম কবিরের শিরোনামহীন সিরিজের একগুচ্ছ কবিতা
Next articleরংপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।