শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলী আকন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলী আকন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মমাজ আলী আকন্দের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে উক্ত গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী আকন্দের মরদেহ তাঁর পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ আল-মারুফ।

এসময় ছিলেন থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সাবেক ডেপুটি কমন্ডর বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল হামিদ, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান মনজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী আকন্দ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি উক্ত ভাটি কাপাসিয়া গ্রামের মরহুম খাতিম উদ্দিন আকন্দের চতুর্থ ছেলে ছিলেন বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments