মোঃ শাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির বাহিরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোয়াইব নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

শক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসাড়ডুবি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত সোয়াইব ঐ এলাকার সাঈদ রহমানের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সোয়াইব। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে কিছুক্ষন পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে সাংবাদিকদের জানান।

Previous articleকালিহাতীতে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
Next article‘কবিতা মানে’ – গোলাম কবির
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।