আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ নুর আলম (৩৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

শুক্রবার(৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ডাচ বাংলা ব্যাংকের সামনে যাত্রীবাহী বাসের ভেতর থেকে আটক করা হয়।

আটককৃত নুর আলম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।কালিহাতী থানার এসআই রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে নুর আলম নামের একজনকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করি। আটককৃত নুর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Previous articleরংপুরে তিন দিনব্যাপি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস পালিত
Next articleহাতীবান্ধায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।