বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসাহিত্যকবিতা'কবিতা মানে' - গোলাম কবির

‘কবিতা মানে’ – গোলাম কবির

কবিতা মানে 
গোলাম কবির

কবিতা মানেই
হৃদয়ের ক্ষত গুলো চুলকিয়ে বাড়ানো,
কবিতা মানে
অনেক না বলা কষ্টের সুনিপুণ অনুবাদ।

কবিতা মানেই
তোমার সাথে আমার সম্পর্কের ব্যবচ্ছেদ
গুলো তুলে ধরা অক্ষরের মালায়,
কবিতা মানে
ভালোবাসার পাল তোলা নৌকা
ভাসানো গহীন সাগরে।

কবিতা মানেই
শব্দ শিল্পের বর্ণিল কারুকাজ,
কবিতা মানে মানুষের ভিতরের
মানুষকে জাগিয়ে তোলা।

কবিতা মানেই
ইঁটের নিচে চাপা পড়ে থাকা হলুদ ঘাসের
কষ্ট গুলো প্রেস কনফারেন্সে বলে দেয়া।
কবিতা মানে
কবির নির্ঘুম একলা রাতের
কষ্ট গুলো বর্ণমালায় উঠে আসা।

কবিতা মানেই
গন্ধবণিকের মতো প্রেম ও ভালোবাসার
সুবাস ছড়িয়ে দেয়া পৃথিবীর সবখানে,
কবিতা মানে
জীবনের সব ভুল গুলো
ফুলে রূপান্তর করা।

কবিতা মানেই
মানবতাবোধ এবং কাঁটাতারের সীমান্ত
ভেঙে মুক্তস্বাধীন পৃথিবীর স্বপ্নের ফেরি করা,
কবিতা মানে
আমার যতো অভিমানের মেঘ সরিয়ে
তোমার কাছে পৌঁছে যাবার নিরন্তর সাধনা।

কবিতা মানেই
হাজার বছরের পুরনো মৃত নদীর
দীর্ঘশ্বাস বুকে ধারণ করা,
কবিতা মানে
আল মাহমুদের মক্তবে পড়া
চুল খোলা বালিকা আয়েশা আখতার।

কবিতা মানেই
পৃথিবীর বুকে ঘটে যাওয়া
যতো অন্যায়ের বিরুদ্ধে রক্তপাত হীন
কলম যুদ্ধে নেমে পড়া,
কবিতা মানে
এক পাহাড় সমান অভিমানের
বরফ গলা নদী।

কবিতা মানেই
কবিতা লিখার জন্য ব্যর্থতায়
কবির অগণন উন্নিদ্র রাতের অশ্রুজল,
কবিতা মানে
দেবশিশু তুল্য অক্ষরের এক বিশাল সমাবেশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments