আহম্মদ কবির: বছরের প্রায় ৬মাস বন্যার পানিতে নিমজ্জিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চল,এখনো হাওরের পানি পুরোপুরি কমেনি। এইবার নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে হাওরাঞ্চলে হালকা হালকা শীত অনুভব করেছে হাওরবাসী।তবে শীতের শুরুতেই সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার হাওর গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি।

সুদুর সাইবেরিয়া,চীন,মঙ্গোলিয়া,নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসব পাখি ঝাঁকে ছুটে আসে এই অতিথি পাখির সমাগমস্থলে।অতিথি পাখির কলকাকলিতে পাল্টে যাচ্ছে টাঙ্গুয়ার হাওর সহ উপজেলার সবকটি হাওরের প্রকৃতি। এদিকে হাওরে অতিথি পাখি আসার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠেছে হাওর পাড়ের সংঘবদ্ধ অতিথি পাখি শিকারিচক্র,তারা রাতের বেলা উচ্চ পাওয়ারের টর্সলাইট জ্বালিয়ে কুচ দিয়ে ঘাঁ মেরে পাখি শিকারের তথ্য পাওয়া যাচ্ছে।

জানাযায় এ হাওরে প্যালাসিস ঈগল,কালেম, পানকৌড়ি,ভূতিহাঁস,পিয়ংহাঁস,খয়রাবগা,লেঞ্জাহাঁস,নিউপিপি,সরালি,রাজসরালি,চখাচখি,পাতিমাছরাঙা,মরিচা ভুতিহাঁস,সাধারণ ভূতিহাঁস, পাতিহাঁস, ডাহুক, বেগুনি কালেম,গাঙচিল,শঙ্খচিল,বালিহাঁস, ডুবুরি, বকসহ প্রায় ২১৯ প্রজাতির দেশি-বিদেশি পাখি আসে টাঙ্গুয়ার হাওরে।কিন্তু আইইউসিএন এর তথ্যসুত্রে জানাযায় ২০২০ সালের জানুয়ারি মাসে পাখি শুমারিতে টাঙ্গুয়ার হাওরে ৫৩ প্রজাতির ৫১হাজার ৩৬৮টি জলচর পাখি পাওয়া গেছে।

Previous articleজাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের
Next articleশহীদ বুদ্ধিজীবী দিবসে বাউবি’র শ্রদ্ধা নিবেদন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।