বাংলাদেশ প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সের নোয়াখালী শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট) এস এম রোকন উদ্দিন।।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, নোয়াখালী জেলা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমূখ।

এ সময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবধর্ধনার উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৩০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া

Previous articleকলাপাড়ায় কোন কাজেই আসছেনা ১৩ কোটি টাকার মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র
Next articleশ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।