আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেল লাইন দিয়ে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই ২ জন নিহত হন।

নিহতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা রাতে প্রাইভেট কার যোগে ঢাকা থেকে পাবনায় যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় আসলে অন্য একটি প্রাইভেট কার চাপা দেয়। এসময় তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়। পরে চালক গাড়িটিকে উপরে উঠানোর সময় ওই ব্যক্তিদ্বয় রেল লাইনের উপর হাটা-হাটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় নিহত হন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয় ও পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Previous articleকুড়িগ্রামে বাড়ছে শীতজনিত রোগী
Next articleমায়ের জানাজায় ডান্ডাবেড়ি পরানো মৌলিক মানবাধিকার পরিপন্থী: মানবাধিকার কমিশন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।