বাংলাদেশ প্রতিবেদক: গতকাল ধানমণ্ডি ক্লাবে সপ্তসুরের আয়োজনে শিল্পী মনজুরুল ইসলাম খানের একক গজল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। শিল্পী মনজুরুল ইসলাম খানের পরিবেশনার শুরুতেই তাঁর অন্যতম গুরু গজল সম্রাট জগজিৎ সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে গাইলেন ‘বেশী কিছু আশা করা ভুল।’ এরপর একে একে বিখ্যাত সব বন্দিশ পেশ করেন।

দর্শক সারিতে ছিলেন ভারতের বিখ্যাত শিল্পী আইভী ব্যানার্জী। এক পর্যায়ে শিল্পীর অনুরোধে তিনিও কয়েকটি গীত ও গজল পরিবেশন করেন। এর মধ্যে বিদুষী বেগম আখতারের ‘জোছনা করেছে আড়ি’ গানটিও ছিলো।

সামান্য বিরতির পর শিল্পী মনজুরুল ইসলাম খান সদ্যপ্রয়াত গুরুবোন নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গজল পরিবেশন করেন।

বিপুল সংখ্যক শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোলাম ফারুক, নাহীদা রেজওয়ান, খোশরোজ সামাদ এবং রফিক সুলায়মান।

Previous articleআ.লীগের সাধারণ সম্পাদক পদে কাদেরের হ্যাটট্রিক, নোয়াখালীতে আনন্দ মিছিল
Next articleচ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে: ওবায়দুল কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।