সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা দোতলা ভবনের কার্ণিশে আটটি মৌমাছি চাক বসেছে। এখানে পাশাপাশি দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর মৌমাছি আক্রমণ ঝুকি আছে।

সরেজমিনে দেখা গেছে নওগা – প্রতাপ পাকা সড়কের ধারে একেবারে পাশাপাশি অবস্থানে তেলিপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন ও তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অতি সম্প্রতি তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের কার্ণিশে পাশাপাশি বড় ধরণের আটটি মৌমাছি চাক বসেছে। কটি চাকের নীচেই ভবনের জানালা।

তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহদেব কুমার বলেন গত মাস দেড়েক হলো মৌমাছি চাকগুলো ভবনের কার্ণিশে বসেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর মৌমাছি আক্রমণের ঝুকি থাকার বিষয় তিনি একমত হয়ে বলেন কিভাবে মৌমাছি সরিয়ে দেবেন সে ভাবনা করছেন।

Previous articleএকজনের এতবার দায়িত্ব নেয়া ঠিক নয়: শেখ হাসিনা
Next article৯০০ টন জ্বালানি নিয়ে মেঘনায় জাহাজডুবি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।