জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ঢাকা থেকে ভোট দিতে এসে নাগরিক দায়িত্ব পালন করলেন ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

গতকাল মঙ্গলবার সকালে রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেই তিনি ঢাকায় চলে যান। এদিকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন মেধা যাচাই‘র অন্যতম মাধ্যম হচ্ছে যেমন পরীক্ষা ঠিক তেমনি জনপ্রিয়তা যাচাই‘র অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন । পাঁচ বছর পর রংপুর সিটি নির্বাচন হচ্ছে আর এই সেই নির্বাচনে ভোট দিতে আসবোনা তা কি হতে পারে ? এসময় তিনি আরো বলেন রংপুর সিটির পরিধি এতো বড় যে গত ১০ বছরেও অনেক স্থানে উন্নয়নের ছোয়া লাগেনি। আগামিতে যিনি মেয়র হবেন তিনি উপেক্ষিত এলাকাগুলোতে যেন উন্নয়নের দৃষ্টি দেন। যে লক্ষ্য নিয়ে একজন মেয়র নির্বাচিত হন তিনি জনগনের কল্যাণে যেন কাজে আসেন আমরা সেই মেয়র চাই ।

Previous articleকুড়িগ্রাম-উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক সম্প্রসারণ কাজের উদ্বোধন
Next articleকলাপাড়ায় মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তোলপাড়
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।