গিয়াস কামাল: ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কাজের স্বীকৃতি হিসাবে সোনারগাঁও থানার উপ-পরিদশর্ক (এস.আই) মেহেদী হাসান পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন ।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত ডিআইজি অবস এন্ড ইন্টেলিজেন্স টুটুল চক্রবর্তী (বিপিএম) পুলিশ সুপার আক্তারসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপ-পরিদর্শক (এস.আই) মেহেদী হাসান বলেন, এ পুরুস্কার আমার না। এ পুরুস্কার জেলা পুলিশ সুপার ও ওসি সোনারগাঁওয়ের। তাদের নেতৃত্বে থানাবাসীর সেবা দিতে পাড়ায় আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আগামীতে যেন আরো কাজ করতে পারি।

Previous articleকুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
Next articleশেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ ভালো আছে: ওবায়দুল কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।