শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাট পৌরসভায় প্রকল্প সম্ভাব্য যাচাই শীর্ষক কর্মশালা

জয়পুরহাট পৌরসভায় প্রকল্প সম্ভাব্য যাচাই শীর্ষক কর্মশালা

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট পৌরসভায় রেজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্প সম্ভাব্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেয়রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এলজিইডির সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার সুধীর কুমারা শর্মা। এ সময় এই প্রকল্পের জাফর উল্লাহ, নাসিরুল ইসলাম, তপন সরকার, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, কাউন্সিলরসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাট পৌরসভার নাগরিক সুবিধা সহ নাগরিকদের জীবন মানের আমূল পরিবর্তন ঘটবে। সেই লক্ষ্যে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৮৫ টি পৌরসভার সাথে এ প্রকল্পের। পরে এ প্রকল্পের আওতায় আমাদের জয়পুরহাট পৌরসভাকে অন্তর্ভূক্ত করার জন্য পৌর পরিষদের পক্ষ থেকে তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন, সুপার মার্কেট, কসাইখানা, কমিনিউনিটি সেন্টার, পার্ক, গণ শৌচাগার, সুইপার কলোনীসহ বিভিন্ন উন্নয়নমৃলক কাজ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments