বাংলাদেশ প্রতিবেদক: সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে পাঁচবিবি উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে রেলষ্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ-লীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন।

এসময় উপস্থিত ছিলেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজু,ছাত্র নেতা মাহমুদুল হাসান সাগরসহ আরো অনেকে।

Previous articleসংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
Next articleশিরোনামহীন – ২৩৮ : গোলাম কবির
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।