শিরোনামহীন – ২৩৮ 
গোলাম কবির

গভীর বিষাদে পৌষের ভোরের কুয়াশায়
ঢেকে থাকা খেজুর গাছের কান্নার
ফোঁটা ফোঁটা জলের চিহ্ন এবং
শেষ রাতের ম্লান জ্যোৎস্না সাক্ষী!
সাক্ষী নির্ঘুম চোখের কোণে লেগে থাকা
ক্লান্তি আর ঝরে পড়া শিউলির কেমন
বিবশ করা গন্ধ শুঁকে দ্যাখ,
ওখানে মিশে আছে আমার ভালোবাসাহীন
রাত্রিরে বুকের মাঝে প্রেতিনীর ফেটে পড়া
অট্টহাসিতে ভীত একঝাঁক রাত জাগা
পাখিদের দীর্ঘশ্বাসের ডানা ঝাপটে
উড়ে যেতে যেতে খসে পড়া পালক
সদ্যই স্মৃতি হয়ে জ্বলজ্বল করছে !

এখন স্বপ্নের ভিতরে নীল খামের ভিতরে
শুধু ফিরে ফিরে আসে প্রত্যাখানের কঠিন
কর্কষ ভাষায় ভালোবাসার পাহাড়ের গায়ে
সযত্নে লেখা দীর্ঘ ধূসরতম শিলালিপি!

আমি শুধু থাকি ম্রিয়মাণ ও বিহ্বল,
বিবশ এবং মুক ও বধিরতায় সারাদিন
অনন্তলোকে যাবার অপেক্ষায়!

Previous articleপাঁচবিবিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Next articleভ্রমণ – মামুনুর রশীদ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।