মাসুদ রানা রাব্বানী: কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে মোট ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কর অঞ্চল রাজশাহীর আয়োজনে মহানগরীর নানকিং দরবার হলে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. নূরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রমুখ।

আরও পড়ুন  ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ড্রাইভারের
Previous articleরাজশাহীর পুঠিয়ায় ফসলি জমি বিনাশ করে পুকুর খননের হিড়িক
Next articleনোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।