শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্লাবের আজীবন সদস্য ও শাহজাদপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক আব্দুর রউফ (৮২) এর মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ ১০ জানুয়ারি দিনব্যাপী শোক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো প্রেস ক্লাব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, শোকসভা ও দোয়া মাহফিল। এদিন সকাল ৮ টায় প্রেস ক্লাব কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১১ টায় প্রেস ক্লাব কার্যালয়ে শোকসভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহ – সভাপতি আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, এমএ জাফর লিটন, আল আমিন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকতা পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিথযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

নানা প্রতিকূলতা সত্ত্বেও ১৯৮৩ সনে তিনি শাহজাদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন। শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুর রউফ সহ প্রয়াত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী মির্জা, আব্দুল হাকিম শিমূল, এনামূল হক খোকন ও অধ্যক্ষ সিরাজুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শনিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আব্দুর রউফ মারা যান। দিনব্যাপী শোক কর্মসূচি সমূহে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments