মিজানুর রহমান বুলেট: শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি শাকিরুল ইসলাম, সম্পাদক নোমান সিদ্দিকী ও সহ-সভাপতি জাকারিয়া।
বক্তারা বলেন, এবছর ভুলে ভরা পাঠ্যবই। এ জরুরী সমাধন করতে হবে। আমাদের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হইবে।