মিজানুর রহমান বুলেট: মহিপুরে আলীপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম ইন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে শনিবার সকাল ১০টার দিকে আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান। সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন নজরুল স্মৃতি সংসদ এর প্রজেক্ট ম্যানেজার কাজী আলিয়া মান্নান জুগনো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তারুন্নেছা, ফাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আ: রব সিদ্দিকী প্রমুখ। এছাড়া লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্য জীবি নারী দলের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় মৎস্য জীবি নারীদের অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে আলোচনা করা হয়। পিছিয়ে পরা নারীদের অধিকার আদায় নিজেদেরকে সচেতন হওয়ার আহবান জানান এবং অধিকার আদায়ের লক্ষে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সেখানে ফোরামের সদস্য সহ সংস্থার কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভা শেষে কর্ম পরিকল্পনা সহ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন  উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
Previous article‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল’
Next article‘সৃজন’ এর ৪র্থ ধারা-২০২৩ এর উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।