শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উৎসব

ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উৎসব

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী পৌর শ্মশানে হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব পালিত হয়েছে। শ্মশানের ৮ম বর্ষ পূর্তি উপলক্ষে বিগত বছরগুলোর মতো এবারেও রবিবার (১৯ ফেব্রুয়ার্রী) সকালে পিয়ারীখালি হরেকৃষ্ণ মন্দির হতে পদযাত্রা করে শ্মশানে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহযোগে জল ঢালেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা। এর আগে শনিবার রাতে চার পহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে শিব চর্তুদশী ও অমাবস্যা তিথিতে হিন্দু সম্প্রদায়ের এই হর-মুন্ড মালিনী উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

শ্মশান পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক উদয় নাথ লাহিড়ী জানান, রবিবার সকালে শিব মন্দিরে ভোলানাথের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালার পর লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উপলক্ষে দুপুর থেকে ভক্ত সেবার আয়োজন রয়েছে।

সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার কুন্ডু জানান, শ্মশানের ৮ম বর্ষ পূতি রাতে অমাবস্যা তিথিতে শ্মশানে কালী পূজার আয়োজন রয়েছে। শ্মশানের এই উৎসবে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ সমাবেত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments