গিয়াস কামাল: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে অবস্থিত আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে, আট গ্রামের নারী, পুরুষ, ও শিশু সহ শতশত এলাকা বাসিরা মানববন্ধন করেছেন।

১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বৈদ্যের বাজার ইউনিয়নের আমান ইকোনোমিক জোনের মেইন গেইটে আাট গ্রামের কয়েক’শ নারী, পুরুষ এবং শিশু সহ হাতে ব্যানার, ফেষ্টুন, নিয়ে মিছিল নিয়ে আমান গেইটে উপস্থিত হয়।
মোবারকপুর, মামরকপুর, নগর জোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদের গাঁও, সোনাময়ী, খংসারদী, মোট আটটি গ্রামের শতশত এলাকাবাসীর দাবি আমান কোম্পানির শব্দ দূষণ, বায়ু দুষণ, ভুকম্পন সৃষ্টির কারনে আমাদের সন্তানরা দিন দিন অসুস্থ হয়ে পরছে, তারা লেখাপড়া করতে পারছে না। ভুকম্পনের ফলে বাড়ির দেয়াল ফেটে ভেঙ্গে যাচ্ছে আমাদের বাড়ি ঘরে থাকা দায় হয়ে পরেছে। রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। আমরা এখন কোথায় যাব। আন্দোলন ছাড়া কোন উপায় নাই। বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই।

মানববন্ধনের খবর পেয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার এসে আন্দোলন কারীদের আশ্বাস প্রদান করেন তাদের দাবি কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধান করা হবে। তারপরও এলাকাবাসী মিছিল ও আন্দোলন চালিয়ে যায়।
আমান সিমেন্ট কোম্পানির ডিপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, কেমিক্যাল জাতীয় কোন বর্জ্য আমরা নদীত ফেলিনা, এলাকার লোকজনের সমস্যার কথা আজকে প্রথম শুনলাম,সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করব।

আরও পড়ুন  অন্যায়কারীদের কাছে অসহায় সাধারণ কৃষক, ১৪৪ ধারা ভঙ্গ করে চলছে পুকুর খনন
Previous articleকিছু শর্তে ভারতীয় ছবি আমদানিতে সম্মত চলচ্চিত্র পরিষদ : তথ্যমন্ত্রী
Next articleসোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।