বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুর দাফন সম্পন্ন

রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুর দাফন সম্পন্ন

জয়নাল আবেদীন: রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন হয়েছে।বাদ যোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে নগরীর মুন্সীপাড়ায় মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে সমাহিত করা হয় ।

রোববার রাত সোনা ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রেও ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ২ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন । তার মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ব্যবসায়িদেও শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী । এদিকে তাঁর মৃত্যুর সংবাদ শুনে রাতেই সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা,প্রয়াত নান্টুর পরিবারকে সমবেদনা জানিয়েছেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments