মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের রাজনগরে এক শিশু হত্যার পরিকল্পনাকারী মোঃ নুরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ নুরুল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ছাতির মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় নবযাতক শিশু হত্যা মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সওকত মাসুদ ভূইয়া, এসআই সুলেমান আহমেদ অভিযান চালিয়ে সিলেট জেলার ফেন্সিগঞ্জ উপজেলার চানপুর এলাকা থেকে নবযাতক শিশু হত্যা মামলার আসামি ও শিশু হত্যার পরিকল্পনাকারী মোঃ নুরুল মিয়াকে গ্রেপ্তার করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় বলেন, গ্রেপ্তারকৃত নুরুল মিয়া রাজনগর থানার মামলা নং-০৪, তারিখ-০৮/০১/২০২৩ইং, ধারা-৩০২/২০১/১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি। বুধবার সকালে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন  ডোমারে সুপারি বাগান থেকে লাশ উদ্ধার
Previous articleশার্শায় ৩৫টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
Next articleবিএনপি একুশ ও একাত্তরের চেতনা বিরোধী : ওবায়দুল কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।