বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।
তাদের জরুরি প্রয়োজনে রক্ত দানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেনে অন্তত ৭০ জন।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেখানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন নারী ও বাকিরা পুরুষ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭ তলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
আরও পড়ুনঃ গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫