মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া ৭ নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকার বাসিন্দা।

জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। একদিন পর শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মারা যান তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে। পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাখ্ধসঢ়;খারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নাই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  ভূঞাপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
Previous articleপুলিশের গুলিতে আহত রাবি’র তিন শিক্ষার্থীর চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে ভারতে
Next articleরাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর রাজু গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।