বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন রেনজন মন্ডল(৬৫), মনরনজন মন্ডল(৫৫), বিষœবিয়া মন্ডল (৪৩), মালারানী মন্ডল (৬০) থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে গোপাল মন্ডল, শংকর মন্ডল লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহতদের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন মালা রানী মন্ডল। অভিযুক্ত গোপাল মন্ডল সাথে মুঠোফোনে পাওয়া যানি।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) রাজির হোসেন বলেন, পুলিশ হাসপাতালে গিয়েছিল। লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।