মঙ্গলবার, মে ২১, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটির ৩টি ওয়ার্ডের ৪৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

রংপুর সিটির ৩টি ওয়ার্ডের ৪৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর সিটির ৩টি ওয়ার্ডের ৪৬টি হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, দেশীয় ষাঁড় ও গবাদি পশু তৈরী হয়েছে, এতে আমিশের ঘাটতি পুরণ করে গত কুরবানী ঈদের পরও প্রায় ৬ লাখ গবাদি পশু উদ্বৃত্ত হয়েছে। এটা একটা আমাদের দেশের জন্য বড় সাফল্য। যা দেশে আমিষের ঘাটতি পুরণ করা ও নিজেরা স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য এটা একটা বড় অর্জন।

গতকাল দুপুরে নগরীর ২৩নং ওয়ার্ডের জুম্মাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কোÑঅর্ডিনেশন অফিসের আয়োজনে আর্থিকভাবে স্বাবলম্বী করনের লক্ষে গাভী বিতরণ কর্মসূচি-২০২৩ এর অংশ হিসেবে নগরীর ৩টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ কালে প্রধান অতিথির বক্তরব্য এসব কথা বলেন তিনি। এ সময় নগরীর ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ডের প্রায় ৪৬ হতদরিদ্র পরিবারের মাঝে ৪৬টি বকনা গরু বিতরণ করেন।বকনা গরু বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, সংরক্ষিত কাউন্সিলর মোঃ হাসনা বানু, জেলা প্রাণী সম্পদ এর এডিএলও ড. মোঃ জুবায়দুল কবীর, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মণ এর সভাপতিত্বে আয়োজিত বকনা গরু বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের লাইভলীহুড প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ তাহমিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকার ও স্থানীয় সমাজ সেবক মাহামুদ হাসান সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দরিদ্র ও অতি দরিদ্র এই পরিবারগুলোকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রজেক্ট মডেল ব্যবহার করে আগামী ২ বছর তাদের সাথে কাজ করতে এগিয়ে এসেছেন বিভিন্ন ওয়ার্ডে ও নগর উন্নয়ন কমিটি ও আন্তর্জাতিক বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। পরিবার গুলোকে ইতি পূর্বে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নগর উন্নয়ন কমিটির সহযোগিতায় নির্বাচন করা হয়। প্রতিটি পরিবারের প্রতিনিধি সদস্য ২দিনের গাভী পালন প্রশিক্ষন শেষে একটি করে বকনা গরু পেয়ে খুবই আনন্দিত ও উৎসাহিত হয়েছে। উল্লেখ্য, যে রংপুর এপি চলতি বছরে মোট ১৪৪টি বকনা গরু বিতরন করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments