মোঃ শাহীন আলম: লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী সহিদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটে ঐ উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী দুলাল মিয়া এ পর্যন্ত পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশকিছু দিন ধরে স্বামীর সঙ্গে স্ত্রী সহিদা বেগমের কথাকাটি ও রাগারাগি হয়।
গত শনিবার সন্ধ্যায় বাড়িতে স্বামী দুলাল মিয়া বাজার থেকে এসে স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে এক পর্যায়ে স্বামী একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ সময় স্ত্রী সহিদা বেগমের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে স্বামী দুলাল মিয়া পালিয়ে যায়।পরে স্হানীয়রা সহিদা বেগমকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্বরত চিকিৎসক সহিদা বেগমকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে সাংবাদিকদের জানান।