জি.এম.মিন্টু: ঘের নিয়ে বিরোধের সুত্রে ধরে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লিটনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা । এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বর রাশেদুল ইসলাম লিটন জনসেবার পাশাপাশি মৎস্য ঘেরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হবার পর থেকে সাবেক ইউপি সদস্য তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আলতাপোল মোড়লপাড়া ইদগাহের পশ্চিম পাশে ৩০ বিঘা একটি ঘের রয়েছে মেম্বর লিটনের। ওই ঘেরের প্রায় ৩৫ জন মালিকের মধ্যে সম্প্রতি ৩০ জন জমির মালিক লিটনকে ডিড করে দিয়েছেন সেই সুবাদে তিনি মৎস্য চাষ শুরু করেছে। ঘের নিয়ে লিটনের বিরোধ রয়েছে যুবদল নেতা মোছাদ্দেক হোসেন বাবুর সাথে।
বাবুর পক্ষ নিয়ে সাবেক মেম্বর ওলিয়ার রহমান নতুন করে ষড়যন্ত্র শুরু করে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মৎস্য ঘেরের পাড় বাধা শুরু করার খবর পেয়ে আলতাপোল ওয়ার্ডের সাবেক মেম্বর ওলিয়ার রহমানের নেতৃত্বে একই এলাকার মোছাদ্দেক হোসেন বাবু, জাকির হোসেন, সবুজ হোসেনসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ঘের দখলে নিতে যায়। দখলে বাধা দিলে দখলকারীরা ঘেরের মোটর ঘরে প্রবেশ করে মেম্বর রাশেদুল ইসলাম লিটনকে মারপিট করে কুপিয়ে হত্যার চেষ্টা করে। মোছাদ্দেক হোসেন বাবু হাতুড়ী দিয়ে মেম্বরের মাথায় আঘাত করলে তার মাথায় গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা আহত লিটনের গলায় থাকা ১৪ আনা ওজনের সোনার চেন ছিনিয়ে নেয় এবং মটর ঘর ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি করে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।