শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোল বন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

শহিদুল ইসলাম: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ই মে) সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী শনিবার (৬ মে) সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন,বৌদ্ধ পূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রযেছে তবে দুই দেশের যাত্রী পারাপার বেড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments