শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভারতে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ রোহিঙ্গা যুবক আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ রোহিঙ্গা যুবক আটক

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজার থেকে রোহিঙ্গা ২ নারী ও ১ যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। শনিবার ১৩ মে ২০২৩ ইং, দুপুরে উপজেলার শ্যামেরকোনা বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীরা বলেন, কক্সবাজার কুতুপালং ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ২ জন নারী ও ১ জন পুরুষ সদস্য কুলাউড়ার চাতলাপুর বর্ডার দিয়ে ভারতে গমনকালে শমসেরনগর সড়কের শ্যামেরকোনা বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা জানায় হাশিমা (১৮), পিতা- মৃত নুর আলম, ঠিকানা-সবুল্লাকাটা ক্যাম্প, ব্লক-বি-৫, ক্যাম্প নং- ১৬, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার। সাজিদা (১৭), পিতা-সিরাজুল ইসলাম, ঠিকানা- উঞ্চিপ্র ক্যাম্প, ব্লক-এ-৫, ক্যাম্প নং-২২, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার। মুজিবুর রহমান (১৭), পিতা-আবুল হাশিম, ঠিকানা-বালুখালী ক্যাম্প, ব্লক এ-২, ক্যাম্প নং-৯, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।

জানা যায়, ওই রোহিঙ্গা সদস্যরা ১২ই মে সকাল ৭টার দিকে কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের উদ্দেশে যাত্রীবাহী বাসযোগে ১৩ই মে মৌলভীবাজার বাসস্ট্যান্ডে আসে। পরবর্তীতে তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ড হতে চাতলাপুর সীমান্তে যাওয়ার পথে স্থানীয় জনগণ শ্যামেরকোনা বাজারে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ৩ রোহিঙ্গাকে থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রাহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments