শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজামালপুরে ভুট্টার ট্রাক উদ্ধার, গ্রেফতার ৪

জামালপুরে ভুট্টার ট্রাক উদ্ধার, গ্রেফতার ৪

মাসুদুর রহমান: জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভুট্টার ট্রাক উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার(২২ মে) বিকেলে নিশ্চিত করেছেন জামালপুর পুলিশ নাসির উদ্দিন আহমেদ।

জানা যায়, গত ০৯মে সাড়ে ১০টার সময় মেসার্স মনির এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মনসুর আহম্মেদ এর ৩৮৫ বস্তায় ২৪ মেঃ টন ভুট্টা মূল্য ৭,৮৩,২০০/- ট্রাক যোগে গাজীপুর বাঘের বাজার কোয়ালিটি ফিড মিলস পৌছে দেওয়ার কথা বলিয়া গন্তব্যে না পৌছাইয়া অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়া যায়।পরবর্তীতে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৬ তারিখ-১৮/০৫/২০২৩ ধারা-ধারা-৪০৭/৪২০/১০৯/৩৪ পেনাল কোড। তদন্তকারী অফিসার এসআই শামীম আল মামুন উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম এর ফোন কলের সিডিআর সংগ্রহ করে ট্রাকের চালক আসামী মোঃ আল আমিনকে সনাক্ত করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অভিযান পরিচালনা করে ত্রিশাল বাসট্যান্ড এলাকা হইতে গত (১৯ মে) রাত সাড়ে ১০ টায় তাকে গ্রেফতার। পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন সর্দার পাড়া গ্রামস্থ তদন্তপ্রাপ্ত আসামী মিলন মুন্সি ওরফে বাবুর বাড়ীতে ঘটনায় সংশ্লিষ্ট আলামত ভুট্টা ও প্রতারণার কাজে ব্যবহৃত ট্রাকের সন্ধান পায়। থানা পুলিশের সহায়তায় আরও ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। ঘটনায় আলামত ২৫৪ বস্তায় ১৫ মেঃ টন ২৪০ কেজি ভুট্টা যাহার মূল্য ৪,৫৭,২০০/- উদ্ধার ধৃত ০৪ জন আসামী ও জব্দকৃত ট্রাক সহ থানায় নিয়ে আসা হয় ।

কথা হলে জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন,আমরা অভিযোগ পাওয়ার পর পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করি, তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে ড্রাইভারকে আটক করতে সমর্থ হই এবং তার দেওয়া তথ্য মতে চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করি এবং চুরি যাওয়া ভুট্টা সম্পূর্ণরূপে উদ্ধার করি। আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments